house plans - floor plan
Low Costing tin shed house design | Floor Plans
এখন থেকে টিন শেড বাড়ি হবে ছাদের বাড়ির মত ডিজাইন
এই রকম ডিজাইনের বাড়ি করতে মাত্র 1.88 শতাংশ ( ডেসিমাল) জমির দরকার। আর বাড়ির মোট আয়তন 819 এস,এফ,টি।
এই সুন্দর বাড়ির ডিজাইন সম্পর্কে আরো জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন
একজন ইঞ্জিনিয়ার এর কাছে ডিজাইন করতে গেলে অনেক খরচ।
তাই মাথা খাটিয়ে ইন্টারনেট থেকে একটা ডিজাইন নামিয়ে নিলেই ইঞ্জিনিয়ার এর খরচটা বেচে যাবে।
এই চিন্তা অনেক ভয়ংকর কারন একটা ডিজাইন অনেক গুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর এর উপর নির্ভরশীল।
যেমন :
১/ মাটির ধরন।
২/ ওই এলাকার ভূমিকম্প প্রবণতা।
৩/ বাতাসের ধরন।
৪/ প্লটের দিক।
৫/ সূর্যালোক এর ব্যাবস্থা।
৬/ প্রয়োজনীয় মালামালের পর্যাপ্ততা ইত্যাদি
সেই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল এবং জটিল সব সূত্র এবং সফটওয়্যার ব্যাবহার করে সেই ডিজাইন এর যথার্থতা নির্ণয় করা হয়।
সুতরাং খরচ বাঁচাতে জীবন ঝুঁকিতে ফেলবেন না।
ভালো মানের ইট রড সিমেন্ট এর পাশাপাশি ভালো মানের একটা ডিজাইন নিশ্চিৎ করবে আপনার ও আপনার পরিবারের সুরক্ষা।
Comments
Post a Comment